অস্ত্র মামলায় যুবকের ১৭ বছরের কারাদণ্ড
নাটোরে অস্ত্র মামলায় খোকন আলী (২৮) নামে এক যুবকের ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাসানুজ্জামান এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত খোকন আলী চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এবাদত বিশ্বাস টুলা গ্রামের মো. বক্সার আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ এপ্রিল নাটোর শহরতলীর নাটোর-রাজশাহী মহাসড়কের একডালা এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল চালককে সন্দেহ করে র্যাব-৫ এর একটি দল। এ সময় মোটরসাইকেল চালককে থামতে সিগন্যাল দিলে তিনি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে র্যাব সদস্যরা তার পিছু নিয়ে তাকে আটক করে দেহ তল্লাশি করেন। তল্লশি করে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরে তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহন ও সংরক্ষণ করার দায়ে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করে থানায় সোপর্দ করে র্যাব। মামলা দায়েরর পর পুলিশ খোকন আলীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। দীর্ঘ তিন বছরের অধিক সময় মামলার শুনানি শেষে আদালত খোকন আলীকে ১৭ বছরের কারাদণ্ড প্রদান দেন।
নাটোর জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) খন্দকার আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রেজাউল করিম রেজা/আরএআর/জেআইএম