সুনামগঞ্জে ১২টি বোমা মেশিন জব্দ


প্রকাশিত: ০৪:৩৭ এএম, ০৬ জুন ২০১৭

সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তনদী জাদুকাঁটা-মাহারাম নদী থেকে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত ১২টি বোমা মেশিন জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বিশেষ অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।

তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর জানান, মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত পুলিশ বিশেষ অভিযানে নেমে ওই দুই নদীতে অবৈধ বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত ২৪ লাখ টাকার মূল্যের বোমা মেশিন ও সরঞ্জামাদি আটক করেছে।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।