লংগদুর ঘটনায় জড়িতরা ছাড় পাবে না : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, লংগদুতে নয়ন হত্যা এবং পাহাড়িদের বাড়িঘরে আগুন দেয়ার ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না। এ দুটি ঘটনায় যারা প্রকৃত অপরাধী তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।
বুধবার দুপুরে রাঙামাটির লংগদুর ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। তার নেতৃত্বে ১৪ দলের নেতারা লংগদু সদরের বাইট্যাপাড়ার নিহত যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নের পরিবারকে দেখতে যান এবং তিনটিলা এলাকাসহ আশেপাশে আগুনে পুড়িয়ে দেয়া পাহাড়িদের বাড়িঘর ঘুরে দেখেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী নিহত নয়নের পরিবারকে আর্থিক সহায়তা করেন।
অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত পাহাড়িদের স্থায়ী পুনর্বাসনের আশ্বাস দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সঠিক তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পাহাড়িদের সবার বাড়িঘর পুনঃনির্মাণ করে দেয়া হবে।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ১৪ দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, ফজলে হোসেন বাদশা এমপি, কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, রাঙামাটির সংরক্ষিত আসনের মহিলা এমপি ফিরোজা বেগম চিনু, জাতীয় পার্টির প্রেসিডিয়ম সদস্য এজাজ আহমেদ মুক্তা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. রেজাউল রশীদ খান, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. শাহাদাত হোসাইন প্রমুখ।
সুশীল প্রসাদ চাকমা/আরএআর/আরআইপি