বান্দরবানে বিজিবি-বিএসএফের সীমানা পিলার পরিদর্শন
বান্দরবানে প্রথমবারের মতো বিজিবি এবং বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে যৌথ উদ্যোগে সীমান্ত পিলারসমূহের পরিদর্শন কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার রুমা উপজেলার দুর্গম সুরাহাপাড়া এলাকায় ২৩৬২ নম্বর পিলারের কাছে এ পরিদর্শন কাজ শুরু হয়।
বান্দরবান বিজিবি`র সেক্টর কমান্ডার কর্নেল এসএম অলিউর রহমান জানান, গত বছর বিজিবি`র বান্দরবান সেক্টর স্থাপনের পর এই প্রথমবার এ সেক্টরের আওতাভুক্ত বান্দরবান জেলার দুর্গম সীমান্ত এলাকা সুরাহাপাড়া এলাকায় ২৩৬২ নম্বর পিলারের কাছে ব্যাটালিয়ন পর্যায়ে যৌথ সমীক্ষা এবং স্থাপিত পিলারসমূহের পরিদর্শন শুরু হয়েছে। এসময় দু`দেশের সীমান্তরক্ষীদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত আছেন।
এদিকে ভারতের মিজোরাম রাজ্যের ১৬২ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল অজিত রায় বিএসএফ দলের পক্ষে নেতৃত্ব দেবেন বলে জানান তিনি।
সৈকত দাশ/এসএস/আরআইপি