বান্দরবানে বিজিবি-বিএসএফের সীমানা পিলার পরিদর্শন


প্রকাশিত: ০৮:৩৩ এএম, ১৪ মে ২০১৫

বান্দরবানে প্রথমবারের মতো বিজিবি এবং বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে যৌথ উদ্যোগে সীমান্ত পিলারসমূহের পরিদর্শন কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার রুমা উপজেলার দুর্গম সুরাহাপাড়া এলাকায় ২৩৬২ নম্বর পিলারের কাছে এ পরিদর্শন কাজ শুরু হয়।

বান্দরবান বিজিবি`র সেক্টর কমান্ডার কর্নেল এসএম অলিউর রহমান জানান, গত বছর বিজিবি`র বান্দরবান সেক্টর স্থাপনের পর এই প্রথমবার এ সেক্টরের আওতাভুক্ত বান্দরবান জেলার দুর্গম সীমান্ত এলাকা সুরাহাপাড়া এলাকায় ২৩৬২ নম্বর পিলারের কাছে ব্যাটালিয়ন পর্যায়ে যৌথ সমীক্ষা এবং স্থাপিত পিলারসমূহের পরিদর্শন শুরু হয়েছে। এসময় দু`দেশের সীমান্তরক্ষীদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত আছেন।  

এদিকে ভারতের মিজোরাম রাজ্যের ১৬২ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল অজিত রায় বিএসএফ দলের পক্ষে নেতৃত্ব দেবেন বলে জানান তিনি।

সৈকত দাশ/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।