বালিজুড়ি ট্রাজেডির সাত বছর আজ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নের মধ্যবর্তী শৈলচাপড়া হাওরে ট্রলারডুবিতে একই গ্রামের ১৬ জনের প্রাণহানির ঘটনার সাত বছর আজ।
২০১০ সালের ৮ জুন সকালে এই ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে উপজেলার বালিজুড়ি গ্রামের নারী, শিশু ও স্কুল শিক্ষার্থীসহ ১৬ জন মারা যায়। নিহতদের মধ্যে পাঁচজন বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের ও তিনজন বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুলের শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করে বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুল ও বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার বাদশাগঞ্জ পশ্চিম বাজার, বাদশাগঞ্জ মধ্যবাজার ও বাদশাগঞ্জ পূর্ব বাজার জামে মসজিদে ইফতার পূর্ব মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সময়ে বালিজুড়ি গ্রামবাসীর উদ্যোগে বালিজুড়ি জামে মসজিদে ট্রলারডুবিতে নিহত সকলের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বালিজুড়ি গ্রামের বাসিন্দা মারুফ আহমেদ গণমাধ্যমকে বলেন, ২০১০ সালের ৮ জুন উপজেলায় ট্রলারডুবিতে একইদিনে ১৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে। প্রতিবছর ৮ জুন এলেই গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে। ভয়াবহ এই দিনটির কথা গ্রামবাসী কখনো ভুলবে না।
বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম ও বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাল উদ্দিন বলেন, এ শূন্যতা কখনো পূরণ হবে না। এই শোক ভোলার নয়।
রাজু আহমেদ রমজান/এফএ/পিআর