নওগাঁয় বজ্রপাতে বিদ্যুৎ কন্ট্রোল রুম পুড়ে গেছে


প্রকাশিত: ০৩:২১ পিএম, ০৯ জুন ২০১৭

নওগাঁয় বজ্রপাতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম পুড়ে গেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটেছে। এ এঘটনায় বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়েছে সম্পূর্ণ নওগাঁ জেলা। মেরামতের কাজ চললেও রাত সাড়ে ৮টা পর্যন্ত বিদ্যুৎ না আসায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে জেলাবাসীকে।

রমজানে জেলা শহরে ঈদের বাজারে মার্কেটগুলোতে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে প্রয়োজনীয় কাজ চালানো হচ্ছে। রাস্তাঘাট ঘুটঘুটে অন্ধকার হয়ে পড়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বজ্রপাতে কন্ট্রোলরুমে আগুন ধরে যায়। এ ঘটনার পর নওগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বেশ কিছু জিনিসপত্র পুড়ে গেছে। মেরামতের কাজ চলছে। রাত ১১টার দিকে জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবার সম্ভাবনা রয়েছে।

আব্বাস আলী/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।