নাটোরে পাথরের দুটি মূর্তি উদ্ধার


প্রকাশিত: ০৮:৪৮ এএম, ১০ জুন ২০১৭

নাটোরের লালপুরে পাথরের ২টি মূর্তি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন এলাকা সংলগ্ন ভটভটি স্ট্যান্ড থেকে মূর্তি দুটি উদ্ধার করা হয়। তবে এ ব্যাপারে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায় শুক্রবার রাতে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন এলাকা সংলগ্ন ভটভটি স্ট্যান্ডের পাশে দুটি লাগেজ কে বা কারা ফেলে রেখে যায়। লালপুর থানার আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আলিফের লাগেজ দুটি দেখে সন্দেহ হয়। তিনি বিষয়টি সম্পর্কে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ ও আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আকবর আলীকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাগেজ দুটি উদ্ধার করে। লাগেজ দুটি খুললে তার মধ্যে থেকে পাথরের দুটি মূর্তি পাওয়া যায়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোর্টকে বিষয়টি অবহিত করে কোনো যাদুঘরে মূর্তি দুটি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রেজাউল করিম রেজা/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।