পাটগ্রামে ট্রলি থেকে পড়ে শিশুর মৃত্যু


প্রকাশিত: ১০:১৫ এএম, ১০ জুন ২০১৭

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বালু বহনকারী ট্রলি থেকে পড়ে গিয়ে বিলাস (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে বাউরা ইউনিয়নের নতুন বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিলাস উপজেলার বাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। সে বাউড়া গুচ্চগ্রাম সংলগ্ন রিফুজিপাড়া এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সানিয়াজান নদীর তীরবর্তী জমি থেকে একটি ট্রলি রিফুজিপাড়ায় বালু নিয়ে যাচ্ছিল। এমন সময় চালকের অগোচরে শিশুটি গাড়িতে উঠলে গাড়ির ঝাকুনিতে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে আহত শিশুটিকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়।

গুচ্ছগ্রামের সভাপতি আমিনুর রহমান বলেন, শিশুটির মা বিলকিস বেগম একজন প্রতিবন্ধী। তিনি এলাকায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিউল হাসান/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।