দেশের মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী


প্রকাশিত: ১০:১৭ এএম, ১০ জুন ২০১৭

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, দেশের মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে। কারণ শেখ হাসিনা দেশকে পাল্টে দিয়েছেন। তিনি আমাদেরকে ভিক্ষুকের জাতির বদনাম ঘুচিয়ে ভিক্ষাদাতা দেশে পরিণত করেছেন। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। মানুষ এখন ভালো আছে।

শনিবার জামালপুর শহর বাইপাস সড়কের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২৮ কোটি টাকা ব্যয়ে প্রায় সাড়ে ৬ কিলোমিটার বাইপাস সড়কের কাজটি বাস্তবায়ন করে জামালপুর সড়ক ও জনপথ বিভাগ। বাইপাস সড়কটি বাস্তবায়ন হওয়ায় একদিকে যেমন জামালপুর শহরের যানজট কমবে অন্যদিকে জেলার ৪টি উপজেলাসহ বগুড়া, কুড়িগ্রামসহ উত্তরের বেশকটি জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ সহজ হবে।

জামালপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করীম হীরা, জেলা প্রশাসক আহমেদ কবীর, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী বক্তব্য রাখেন।

শুভ্র মেহেদী/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।