কুড়িগ্রামে মাদরাসার ৩ শিক্ষার্থী নিখোঁজ


প্রকাশিত: ১১:৪৪ এএম, ১০ জুন ২০১৭

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের জান্নাতুল ফেরদৌস নুরানী হাফেজিয়া মাদরাসা পড়ুয়া তিন শিক্ষার্থী গত তিনদিন ধরে নিখোঁজ রয়েছে।

গত বৃহস্পতিবার সকালে তিন শিক্ষার্থী মাদরাসার উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে তাদের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না।

এরা হলো ওই ইউনিয়নের ছাটবাড়ি গ্রামের আবু বক্করের ছেলে শাহ আলম (১২), খোকা মিয়ার ছেলে জহুরুল হক (১১) এবং ফজলার রহমানের ছেলে দুখু মিয়া (১১)। তিনজনেই ওই মাদরাসার কায়দা শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের লোকজন জানায়, রাতে মাদরাসায় থেকে পড়াশুনা করে ওই শিক্ষার্থীরা। প্রতিদিনের মতো তিন শিক্ষার্থী একত্রিত হয়ে বিকেল ৫টার দিকে মাদরাসায় যায়। রাতে পরিবারের লোকজন তাদের খাবার দিতে গেলে জানতে পারে মাদরাসায় তারা উপস্থিত নেই। পরদিন থেকে বিভিন্ন জায়গায় খোঁজ নিলেও সন্ধান মেলেনি তাদের।

মাদরাসার শিক্ষক আজিজার রহমান বলেন, মাদরাসা এখন বন্ধ। তারা এখানে আসে নাই। তবে সকালে কয়েকজন শিক্ষার্থীকে তাদের মাদরাসার আশে পাশে দেখেন বলে তিনি জানান। এদিকে পরিবারের পক্ষ থেকে তাদের নিখোঁজ সংবাদ এলাকায় মাইকিং করে জানানো হয়।

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির-উল-ইসলাম চৌধুরী জানান, ঘটনাটি শুনেছি। এখনো থানায় কেউ অভিযোগ কিংবা জিডি করেনি।

নাজমুল হোসাইন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।