২৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ


প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১০ জুন ২০১৭

সাতক্ষীরায় অভিযান চালিয়ে ২৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। শনিবার বিকেল ৪টায় বাকাল চেকপোস্ট, ভোমরা ও কুশখালি সীমান্তের বিভিন্ন এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে ৩৮-বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) সামছুল আলম বলেন, অভিযান চালিয়ে ভারতীয় ৮৪৪টি শাড়ি, তিন হাজার ৫৫৫ কেজি চাল, ট্রাকের চারটি ব্রেক সুড্রাম ও এক হাজার ৩৫০ কেজি বিট লবণ জব্দ করা হয়েছে। এসব মালামালের সিজার মূল্য ২৮ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা। উদ্ধার মালামাল সাতক্ষীরা কাস্টসমে জমা করা হয়েছে।

আকরামুল ইসলাম/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।