২৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
সাতক্ষীরায় অভিযান চালিয়ে ২৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। শনিবার বিকেল ৪টায় বাকাল চেকপোস্ট, ভোমরা ও কুশখালি সীমান্তের বিভিন্ন এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে ৩৮-বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) সামছুল আলম বলেন, অভিযান চালিয়ে ভারতীয় ৮৪৪টি শাড়ি, তিন হাজার ৫৫৫ কেজি চাল, ট্রাকের চারটি ব্রেক সুড্রাম ও এক হাজার ৩৫০ কেজি বিট লবণ জব্দ করা হয়েছে। এসব মালামালের সিজার মূল্য ২৮ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা। উদ্ধার মালামাল সাতক্ষীরা কাস্টসমে জমা করা হয়েছে।
আকরামুল ইসলাম/এএম