৬ মাস পর চোখ বাঁধা অবস্থায় বাড়ি ফিরল যুবক


প্রকাশিত: ০৯:৪৪ এএম, ১১ জুন ২০১৭

লক্ষ্মীপুর থেকে অপহরণের ৬ মাস পর চোখ বাঁধা অবস্থায় রাকিবুল হাসান রকি নামে এক যুবককে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। তবে তাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে থানায় জিডি করেছিল পরিবার।

রোববার ভোর রাতে শহরের বাগবাড়ি এলাকায় একটি গাড়িতে করে এনে তাকে ফেলে রেখে যাওয়া হয়। পরে স্থানীয় এক রিকশাচালক তাকে বাড়িতে পৌঁছে দেন বলে জানান রকি।

রাকিবুল হাসান রনি লক্ষ্মীপুর পৌর এলাকার সোনালী কলোনির বাসিন্দা তোফায়েল আহমেদের ছেলে। তিনি স্থানীয় একটি মোটরসাইকেল শোরুমের মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করতেন।

জানতে চাইলে রকি বলেন, কারা তাকে তুলে নিয়ে গেছেন তা তিনি বুঝতে পারেননি। গত ৬ মাস ধরে তাকে একটি কক্ষে বন্দি রাখা হয়। বেশির ভাগ সময় তার চোখ ও হাত বাঁধা ছিল। খাওয়া ও টয়লেটে যাওয়ার সময় চোখ ও হাত খুলে দেয়া হতো। তাকে কখনো কোনো ব্যাপারে জিজ্ঞাসাবাদ ও কোনো ধরনের নির্যাতনও করা হয়নি বলে জানান এ যুবক।

রকির পরিবার জানায়, গত বছরের ৬ ডিসেম্বর শহরের পুরাতন আদালত রোড থেকে রাত ১০টার দিকে ব্যাডমিন্টন খেলার মাঠ থেকে তাকে সাদা মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়। অপহরণের পরের দিন ৭ ডিসেম্বর তার বাবা তোফয়েল আহমেদ লক্ষ্মীপুর সদর থানায় জিডি করেন।

লক্ষ্মীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, আমরা খবর পেয়েছি তিনি ফিরে এসেছেন। পুলিশ তার বাড়িতে গিয়েছে। সে কোথায় ছিল, কি ঘটেছিল তার সঙ্গে কথা বললে সব জানা যাবে।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।