আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করে : দীপু মনি


প্রকাশিত: ১২:৩২ পিএম, ১৫ মে ২০১৫

পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি বলেছেন,  আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, যা মানুষের জন্য কাজ করে। চাঁদপুর সদর উপজেলার রালদিয়া অ্যাড. আবুল বাশার তালুকদারের বাড়ির সামনে শক্রবার বিকেলে এক মহিলা সমাবেশে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজ্জাক ভূইয়ার সভাপতিত্বে ও আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামছুল হক মন্টু পাটোয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিজি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.আজিজ খান বাদল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিল্লাল হোসেন পাটোয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী প্রমুখ। এর আগে ডা. দীপু মনি ২নং আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

ইকরাম চৌধুরী/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।