জামালপুরে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল


প্রকাশিত: ০১:০১ পিএম, ১৫ মে ২০১৫

গণজাগরণ মঞ্চের কর্মী, বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাসকে হত্যার প্রতিবাদে এবং খুনীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামালপুর গণজাগরণ মঞ্চ। শুক্রবার বিকাল ৫টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে গেইটপাড় এলাকায় গিয়ে শেষ হয়।

পরে জামালপুর গণজাগরণ মঞ্চের যুগ্ম-আহ্বায়ক সৈয়দ তানভীর আহম্মেদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সুমন মাহমুদ, মোজাহারুল হক, মেহেদী হাসান, শাহিদ মোস্তাফিজ এলিন প্রমুখ।

এ সময় বক্তারা সিলেট গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার অনন্ত বিজয় দাসের খুনীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শুভ্র মেহেদী/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।