মঠবাড়িয়ায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়ায় আবুল কালাম (৫৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবুল কালাম উপজেলার মিরুখালী বাজারের পেট্রল ব্যবসায়ী ও নাগ্রাভাঙা গ্রামের মৃত রশিদ মুন্সির ছেলে।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন আবুল কালাম। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
হাসান মামুন/আরএআর/জেআইএম