অবশেষে রূপগঞ্জের জালাল খুনের মামলা


প্রকাশিত: ০৭:০৭ এএম, ১৬ মে ২০১৫

রূপগঞ্জের কুখ্যাত সন্ত্রাসী ভিপি সোহেলকে বাদ দিতে দু’দিনের নাটকীয়তার পর অবশেষে রূপগঞ্জে জালাল খুনের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে ভিপি সোহেলসহ ২১ জনকে আসামি করে হত্যা মামলাটি হয়েছে বলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিপি সোহেল বাহিনীর হামলায় মারা গেলেন আলোচিত নজরুল ইসলাম বাবু হত্যা মামলার বাদী জালাল উদ্দিন। শুক্রবার দুপুরে ফাঁকা গুলি ছুঁড়ে জালালকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় সোহেল বাহিনী।

অপহরণের পর সন্ত্রাসীরা তার বা চোখ তুলে নেয়। এক পর্যায়ে তাকে হ্যামার দিয়ে পিটিয়ে এবং চাপাতি দিয়ে কুপিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মুমূর্ষু অবস্থায় ফেলে যায়। পথচারীরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করে। সাত ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়ে রাতে রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালে মারা যান জালাল।

মীর আব্দুল আলীম/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।