নাটোরে চাঁদাবাজি মামলায় যুবলীগ কর্মী গ্রেফতার


প্রকাশিত: ০২:১২ পিএম, ১৪ জুন ২০১৭

নাটোরের নলডাঙ্গায় চাঁদাবাজি মামলায় মাদকসহ যুবলীগ কর্মী ও ইউপি চেয়ারম্যানের ছেলে সোহাগ দেওয়ানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিক উপজেলার মাধনগর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সোহাগ দেওয়ান নলডাঙ্গা উপজলার ২নং মাধনগর ইউপি চেয়ারম্যান ও মাধনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ আলী দেওয়ানের ছেলে। নিরাপত্তার জন্য সোহাগ দেওয়ানকে গ্রেফতারের পর নাটোর সদর থানা হেফাজতে রাখা হয়েছে।

নলডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক আমিরুল ইসলাম জানান, চাঁদাবাজি মামলার আসামি স্থানীয় যুবলীগ কর্মী সোহাগ দেওয়ান মাধনগর বাজার ব্যবসায়ীদর কাছ থেকে চাঁদাবাজি করছে- এমন সংবাদ পেয়ে পুলিশ ওই বাজারে অভিযান চালায়। অভিযানকালে বাজারের একটি দোকানের ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে তার কাছ থেকে বেশ কয়েক পুড়িয়া হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার সোহাগ দেওয়ানের বিরুদ্ধ নলডাঙ্গা থানায় একটি চাঁদাবাজি মামলায় ওয়ারেন্টসহ একাধিক অভিযোগ রয়েছে।

রেজাউল করিম রেজা/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।