নাটোরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি
নাটোরের নলডাঙ্গায় বজ্রপাতে নারায়ণ প্রামানিক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কুটুরীপাড়া গ্রামের একটি ভুট্টাখেতে এ ঘটনা ঘটে।
নিহত নারায়ণ প্রামানিক কুটুরীপাড়া গ্রামের তারকনাথ প্রামানিকের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, বিকেলে কুটুরীপাড়ার ভুট্টার খেতে কাজ করছিল এক দল কৃষক। এ সময় ওই জমির ওপর বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই নারায়ণ প্রামানিক মারা যান। এ সময় অন্য কৃষকরা তাকে উদ্ধার করেন। খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে মরদেহটি বাড়িতে নিয়ে যান।
নলডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ সরকার বজ্রপাতে নারায়ণ প্রামানিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রেজাউল করিম রেজা/আরএআর/পিআর