আসামি ছিনিয়ে নেয়ায় মা ও বোনকে ধরে নিয়ে গেল পুলিশ
লালমিরহাটের পাটগ্রাম উপজেলায় লিটন হোসেন ফুলমিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনায় তার মা ও বোনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার বাউরা ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। লিটন হোসেন ফুলমিয়া বাউরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ডাঙ্গাপাড়া গ্রামের মতিয়ার রহমান ওরফে গুলি মতিয়ারের ছেলে।
আটকরা হলেন, লিটনের মা তহিরন বেগম (৪৩) ও বোন এইচএসসির প্রথম বর্ষের ছাত্রী নাহিরন আক্তার খুশি (১৮)। নাহিরন আক্তার খুশি স্থানীয় বাউরা পুনম চাঁদ ভুতোরিয়া কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্রী।
জানা গেছে, বুধবার রাতে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে লিটনকে আটক করে স্থানীয় আব্দুর জব্বার নামের এক ব্যক্তির বাড়ির ঘরের জানালার বাহিরের দিকে গ্রিলের সঙ্গে হাতকড়া পরিয়ে আটক করে রাখে। এসময় বাড়ির লোকজন হুড়োহুড়ি করে লিটনকে ছিনিয়ে নেন। পরে লিটন হাতকড়াসহ পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় লিটনের মা ও বোনকে ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসেন।
লিটনের বোন মুন্নি (১৬) জানান, অহেতুক আমার মা ও বোনকে থানা পুলিশ মারপিট করে থানায় আটক করে নিয়ে যায়। তাদের কোনো দোষ ছিল না।
পাটগ্রাম থানার উপপরিদর্শক এসআই মো. হালিম দুই নারীকে আটকের সত্যতা স্বীকার করে বলেন, হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়ার বিষয়টি সত্য নয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনীশংকর কর জাগো নিউজকে জানান, আসামি ছিনিয়ে নেওয়ার অপরাধে পলাতক লিটনের মা-বোনসহ কয়েকজনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। আসামি লিটনকেও আটকের চেষ্টা চলছে।
রবিউল হাসান/এফএ/পিআর