জামালপুরে মোটরসাইকেল চাপায় স্কুলছাত্রী নিহত
প্রতীকী ছবি
জামালপুরের ইসলামপুর উপজেলায় মোটরসাইকেল চাপায় ৫ম শ্রেণির স্কুলছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পার্থশী ইউনিয়নের ডেংগারগড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ইসলামপুর উপজেলার ডেংগারগড় গ্রামের বিষু শেখের স্কুলপড়ুয়া মেয়ে রেশমা আক্তার (১০) বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল।
এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেল রেশমাকে চাপা দিলে গুরুতর আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যও ডাক্তার রেশমাকে মৃত ঘোষণা করে। নিহত রেশমা আক্তার স্থানীয় ডেংগারগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
শুভ্র মেহেদী/এএম/জেআইএম