মানিকগঞ্জে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন


প্রকাশিত: ০২:০২ পিএম, ১৫ জুন ২০১৭
প্রতীকী ছবি

মানিকগঞ্জে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও দণ্ডপ্রাপ্ত আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে শিশু অপহরণ মামলায় একজনের ১৪ বছর সশ্রম কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান এ রায় দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি একেএম নূরুল হুদা রুবেল জানান, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া গ্রামে ২০১০ সালের ২৯ আগস্ট এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়। এই মামলায় মোট চারজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। বিজ্ঞ বিচারক এ মামলার আসামি সুমনের উপস্থিতিতে আজ রায় ঘোষণা করেন। রায়ে আসামি সুমনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সিংরাইস গ্রামের নাছির উদ্দিন ২০০৯ সালে ২৯ অক্টোবর মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা বাস্তা নাবিল কিন্ডার গার্টেনের শিক্ষার্থী শুভকে (৮) অপহরণ করেন। পরে পুলিশ আসামিকে গ্রেফতার করে শিশুটিকে উদ্ধার করে। এই মামলায় মোট সাতজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

বিজ্ঞ বিচারক আসামি নাছির উদ্দিনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানা করেন। আসামি নাছির প্রায় তিন মাস কারাভোগের পর জামিন নিয়ে পলাতক রয়েছেন।

বি.এম খোরশেদ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।