মুন্সিগঞ্জে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৩


প্রকাশিত: ০২:০৭ পিএম, ১৫ জুন ২০১৭
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জ সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১০ জুন আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে প্রধান আসামি সাবেক ইউপি মেম্বর মো. রহিম, আকতার ও শাহিনকে গ্রেফতার করা হয়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বলেন, পুলিশের বিশেষ অভিযানে সাবেক ইউপি মেম্বার মো. রহিম, আকতার ও শাহিনকে গ্রেফতার করা হয়। এর আগে ঘটনার দিন তিনজনকে গ্রেফতার করা হয়।

মুন্সিগঞ্জ কোর্ট ইন্সপেক্টর হারুন অর রশিদ জানান, প্রধান আসামি রহিমসহ গ্রেফতার হওয়া তিনজনের ছয়দিনের রিমান্ড চেয়ে পুলিশ আবেদন জানালে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে পুলিশ হেফাজতে প্রেরণ করা হয়।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।