হাতকড়াসহ পালিয়েছিলেন, হাতকড়া নিয়েই ফিরে এলেন
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী লিটন হোসেন ফুলমিয়া (২৫) পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার রাতে পাটগ্রাম থানা পুলিশের কাছে হাতকড়াসহ আত্মসমর্পণ করেন তিনি।
এ ঘটনায় তার বোন মুন্নি (১৬) ও স্ত্রী রজিনা বেগমকে (২০) আটক করেছে পুলিশ। এর আগে লিটনকে পালিয়ে যাওয়ায় সহযোগিতা করায় বুধবার রাতে তার মা তহিরন বেগম (৪৩) ও বোন নাহিরন আক্তার খুশিকে আটক করে পুলিশ। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত পাঁচজনকে আটক করেছে।
বাউরা ইউপির ১নং ওয়ার্ড সদস্য আসাদুল ইসলাম জানান, বৃহস্পতিবার পুলিশ লিটনের বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী ও বোনকে আটক করে। এ খবর শুনেই লিটন বাউরা ইউনিয়ন আনসার ভিডিপির সদস্য ও বাউরা ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে পুলিশের নিকট আত্মসমর্পণ করে।
এ বিষয়ে পাটগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) হালিম জানান, এ ঘটনায় লিটনসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে। লিটনকে মাদক দ্রব্য আইনে গ্রেফতার করা হয়েছে। আর তার স্ত্রী, বোন ও মাকে পুলিশের কাজে বাধা দেওয়া ও আসামি পালিয়ে যাওয়ায় সহযোগিতা করায় গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাউরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ডাঙ্গাপাড়া এলাকায় মাদক দ্রব্যসহ লিটককে আটক করে পুলিশ। এসময় লিটককে পুলিশের নিকট থেকে ছিনিয়ে নেয় তার পরিবারের লোকজন। আর লিটন পুলিশের হাতকড়াসহ পালিয়ে যায়।
রবিউল হাসান/এফএ/এমএস