পাহাড়ে অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ০৬:২৪ এএম, ১৭ মে ২০১৫

পাহাড়ে চাঁদাবাজি, গুম, অপহরণ, সন্ত্রাসী, এবং নির্বিচারে পাহাড়ি-বাঙালি হত্যা বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন করেছে জাগো পার্বত্যবাসী নামে একটি সংগঠন। রোববার সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে তারা এ মানববন্ধন করেন।

জাগো পার্বত্যবাসীর ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন বাঙালি সংগঠনটির শীর্ষ নেতা আবিদুর রহমান, আব্দুল জলিল, মো. কামালসহ আরো অনেকে। এসময় বক্তারা পাহাড়ে শান্তি সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

এছাড়াও মানববন্ধন থেকে আগামী ২০ তারিখ বান্দরবান জেলায় কালো পতাকা মিছিলের ডাক দেয়া হয় ।

সৈকত দাশ/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।