বনপাড়ায় ট্রাকের ধাক্কায় লরিচালকের মৃত্যু
নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় ট্রাকের ধাক্কায় জ্বালানী তেলবাহী ট্যাংক লরির চালক আমজাদ আলীর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার কালিকাপুর ফজলিতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আমজাদ আলী কুষ্টিয়ার কাঁটাজোলা গ্রামের মৃত আনছার আলী শেখের ছেলে। বর্তমানে তেলবাহী ট্যাংক লরিটি পুলিশ হেফাজতে রয়েছে।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক লিটন সাহা জানান, সকালে নাটোর থেকে কুষ্টিয়াগামী যমুনা অয়েল লিমিটেডের জ্বালানী তেলবাহী একটি ট্যাংক লরী বড়াইগ্রামের বনপাড়ার কালিকাপুর ফজলিতলা এলাকায় পৌঁছালে লরীর পিছনের চাকায় সমস্য দেখা দেয়। এসময় চালক লরী থেকে নেমে পিছনের চাকা পরিক্ষা করছিলেন।
হঠাৎ নাটোরমুখি একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই লরীর চালক আমজার আলীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার বনপাড়া হাইওয়ে থানায় নিয়ে যায় এবং ট্যাংক লরিটি উদ্ধার করে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ হেফাজতে রাখা হয়।
রেজাউল করিম রেজা/এফএ/এমএস