খোয়াই নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণ


প্রকাশিত: ০২:৩৫ এএম, ২১ জুন ২০১৭

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদীর পানি বিপদসীমার ২৮০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যেকোনো সময় নদীর পাড় ভেঙে প্লাবিত হতে পারে বিশাল এলাকা। তাই স্থানীয়রা ঝুঁকিপূর্ণ স্থান নির্ধারণ করে বালু ফেলে বাঁধ নির্মাণ করছেন।

মঙ্গলবার সকাল ৬টার দিকে শায়েস্তাগঞ্জের আলাপুর গ্রামে খোয়াই নদীর পাড় উপচে পানি বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর সদস্যরা বালুর বস্তা দিয়ে বাঁধ রক্ষা করেন।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহীন বলেন, খোয়াই নদীর এই স্থানটি অত্যান্ত ঝুঁকিপূর্ণ। পর্যাপ্ত পরিমাণে বালুর বস্তা না দিতে পারলে বাঁধ রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

সরজমিনে ঘুরে দেখা যায়, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মো. ছালেক মিয়া, জেলা পরিষদের সদস্য মো. আব্দুল মুকিত, পৌর কাউন্সিলর মো. নোয়াব আলী, ইউপি মেম্বার শামীমুর রহমান স্থানীয় লোকজনকে নিয়ে ঝুঁকিপূর্ণ স্থানে বালুর বস্তা দিয়ে বাঁধ উচু করছেন।

কামরুজ্জামান আল রিয়াদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।