কুরআন শরিফ বাদে লাইব্রেরির সব বই পুড়ে গেছে


প্রকাশিত: ১০:৫২ এএম, ২১ জুন ২০১৭

কুড়িগ্রামের ফুলবাড়ী সদরের ফুলবাড়ী মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে গেছে। বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আগুনে একটি লাইব্রেরির সব বই পুড়লেও কুরআন শরিফগুলোর চারপাশ পুড়লেও সম্পূর্ণ অক্ষতই থেকে যায়।

অগ্নিকাণ্ডের এ ঘটনায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

আশরাফুল, হারুন অর রশিদসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বুধবার সকাল ৭টার দিকে তারা দেখতে পান একটি কাপড়ের ও বীজের দোকানের উপর দিয়ে ধোঁয়া বের হচ্ছে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ২০টি দোকান ঘর ভস্মীভূত হয়ে যায়। এসময় আগুনে পুড়ে অর্ধকোটি টাকার সম্পদ ক্ষতি হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের তামিম লাইব্রেরিতে থাকা কয়েকশ বই পুড়ে গেলেও লাইব্রেরিতে থাকা বেশ কয়েকটি কুরআন শরিফে আগুন লেগে চারদিকে কিছুটা ক্ষতি হলেও অক্ষত থেকে যায় অক্ষরগুলো। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নাজমুল/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।