ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট


প্রকাশিত: ০৭:০৮ এএম, ২২ জুন ২০১৭

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বৃদ্ধি পাচ্ছে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসেম আলী মুন্সী জানান, বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এর মধ্যে যাত্রীবাহী যানবাহনের সংখ্যা বেশি।

munsigonj

এদিকে বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, ঢাকা-মাওয়া মহাসড়কের শিমুলিয়া ঘাট এলাকায় তেমন যানবাহনের চাপ নেই। তবে ঘাট এলাকায় যাত্রীবাহী প্রায় ২ শতাধিক ছোট যানবাহন অবস্থান করছে।

তিনি বলেন, আমাদের ঘাটে এখনো ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ পড়েনি। তবে দুপুরের পর থেকে যাত্রীসহ যানবাহনের চলাচল বাড়তে পারে।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।