পুলিশের ধাওয়া করা ট্রাক প্রাণ কেড়ে নিল কলেজছাত্রের
কুড়িগ্রামে ট্রাফিক পুলিশের টিএসআইয়ের ধাওয়া খেয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজারহাট-তিস্তা সড়কের মণ্ডলের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক ও পুলিশ কর্মকর্তার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে। প্রায় সোয়া ৩ ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকার পর রাজারহাট থানা পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা অভিযুক্ত টিএসআইয়ের বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
নিহত জয়নাল আবেদীন (২৮) রাজারহাট ইউনিয়নের দেবীচরণ গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। তিনি রংপুর কারমাইকেল কলেজে হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো রাজারহাট-তিস্তা সড়কের মণ্ডলের বাজার নামক স্থানে ট্রাফিক পুলিশের টিএসআই (টাউন এসআই) জিয়াউর রহমান গাড়ির কাগজপত্র চেকিং করতে থাকে। দুপুর ১২টার দিকে রাজারহাটগামী একটি ট্রাকের (ঢাকা-মেট্রো-ট-১৮৮৯৩৬) কাগজপত্র চেকিং করতে চাইলে চালক ট্রাক না থামিয়ে চলে যেতে থাকে। টিএসআই ট্রাকটি ধাওয়া করেন। ধাওয়া খেয়ে ট্রাকটি বেপরোয়া চলার সময় রাজারহাট বাজার রেলগেট এলাকায় সাইকেল আরোহী কলেজছাত্র জয়নাল আবেদীনকে চাপা দেয়। এসময় পথচারীরা তাকে উদ্ধার করে রাজারহাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনগণ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। তারা রাজারহাট-তিস্তা সড়ক অবরোধ করে দায়ী পুলিশ সদস্যের বিচার দাবি করে।
এ ব্যাপারে রাজারহাট থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মোখলেসুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নাজমুল/এমএএস/জেআইএম