যানবাহনের চাপ বাড়ছে পাটুরিয়া ঘাটে


প্রকাশিত: ০৬:৩৮ এএম, ২৪ জুন ২০১৭

শনিবার সকালের দিকে পাটুরিয়া ফেরি ঘাট ফাঁকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়ছে। আজও ছোট গাড়ির চাপ সবচেয়ে বেশি। লঞ্চ ঘাটে রয়েছে যাত্রীদের উপচে পড়া ভীড়।

পারাপারের অপেক্ষায় যানবাহন গুলোকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তবে এক থেকে দেড় ঘণ্টার মধ্যে ফেরিতে উঠতে পারছে যানবাহনগুলো।

Feri-ghat

বিআডব্লিউটিসির এজিএম জিল্লুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে বর্তমান ১৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাটে কোনো যানজট নেই। তিনি আশা করেন বড় ধরনের কোনো ভোগান্তি ছাড়াই এবার ঘরমুখো মানুষ নদী পার হতে পারবেন।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন জানান, ঘাটে যানবাহনের চাপ থাকলে সেগুলো শৃঙ্খলভাবে পারাপার করা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষায় আনসার, এপিবিএন, র্যাবসহ ৬ শতাধিক পুলিশ সদস্য মেতায়েন রয়েছে।

বি.এম খোরশেদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।