পিরোজপুরে কবর থেকে শিশুর মরদেহ উত্তোলন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৪নং ইকরি ইউনিয়নের পশ্চিম পশারিবুনিয়া (মাদারশি) গ্রামে ফাতেমাতুজ জান্নাত নামের সাত মাসের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। রোববার দিনের কোনো এক সময়ে শিশুকে হত্যার পর কবর দেওয়া হয়। সোমবার বিকেলে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়।
ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সূত্রে জানা গেছে, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কিশোয়ারা বিথীর বাসার কাজের বুয়া শাহিনুর বেগমের সাত মাস বয়সের শিশু কন্যাকে রোববার দিনের কোনো এক সময় অপর কাজের বুয়া আয়শা শ্বাসরোধ করে হত্যা করেছে। এ অভিযোগে সোমবার ভান্ডারিয়া থানায় শাহিনুর বেগম বাদি হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ গৃহকর্মী আয়শাকে আটক করেছে বলেও জানান তিনি।
জানা গেছে, হত্যার পর শিশুটিকে কাউকে না জানিয়ে কবর দেওয়া হয়। হত্যার সময় শিশুটির মা শাহিনুর বেগম ওই বাড়িতে ছিলেন না। হত্যার খবর শুনে তিনি থানা পুলিশকে জানায়। পরে পিরোজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফিয়া আক্তার শিমুর উপস্থিতিতে পুলিশ সোমবার বিকেলে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তে জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
হাসান মামুন/এআরএ/আরআই