ঢাকা-মাওয়া সড়কে যানবাহনের চাপ


প্রকাশিত: ০৬:০৫ এএম, ২৫ জুন ২০১৭
ফাইল ছবি

রাত পোহালেই ঈদ। প্রিয় মানুষের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন করতে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে শিমুলিয়া ঘাট এলাকাসহ মাওয়া সড়কে।

রোববার সকাল থেকে শিমুলিয়া ঘাট এলাকায় ৪ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। লঞ্চ, সিবোর্ট এবং ফেরি ঘাট এলাকায় পোশাক শ্রমিকদের উপচেপড়া ভিড় রয়েছে। এছাড়া ঢাকা-মাওয়া মহাসড়কে ৩ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানবাহনের সারিবদ্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসি`র শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, রোববার সকাল থেকে এখন পযন্ত ৫ শতাধিক যানবাহন পার হয়েছে। ঘাটে এখন ৪ শতাধিক যানবাহন পারপারের অপেক্ষায় রয়েছে। যাত্রীবাহি বাস এবং প্রাইভেটকারের সংখ্যাই বেশি। এছাড়া পোশাক শ্রমিকদের একটি বাড়তি চাপ শিমুলিয়া ঘাটে রয়েছে।

তিনি আরও জানান, দুপুরের পর যাত্রীবাহী যানবাহনের চাপ অনেকেই কমে যাবে।

এদিকে, মাওয়া চৌরাস্তা থেকে শিমুলিয়া ঘাট পযন্ত ৩ কিলোমিটার এলাকায় পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারির কারণে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। রাস্তার দুই পাশে পণ্যবাহী যানবাহন রাখায় এই সমস্যা হয়েছে।

ভবতোষ চৌধুরী নুপুর/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।