শেরপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন শুরু
উৎসবমুখর পরিবেশে স্থানীয় শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে শেরপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার সময় এ সম্মেলনের উদ্বোধন করেন।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এলজিইআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং প্রধান বক্তা হিসেবে ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, সভাপতিমন্ডলীর কাজী জাফরুল্লাহ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক এমপি, সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এমপি, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি, নসরুল হামিদ বিপু এমপি।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি। সকাল থেকেই শেরপুর সদর ও অন্যান্য উপজেলা থেকে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিল নিয়ে সম্মেলনস্থলে হাজির হন।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ সাড়ে ১১ বছর পর শেরপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ২০০৩ সালের ২৩ অক্টোবর সর্বশেষ শেরপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিলো।
হাকিম বাবুল/এসএস/পিআর