জামালপুরে যুবককে পিটিয়ে হত্যা
জামালপুরের বকশীগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বুধবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আবু সালেক (১৮)। সে বকশীগঞ্জ পৌর এলাকার জুলাপাড়া গ্রামের ছালাম মিয়ার ছেলে।
জানা গেছে, বকশীগঞ্জ পৌর এলাকার জুলাপাড়া গ্রামের ছালাম মিয়ার সঙ্গে একই গ্রামের লস্কর আলী ও মতলেব আলীর পারিবারিক বিরোধ চলে আসছে। এরই জের ধরে বুধবার দুপুরে ছালাম মিয়ার ছেলে আবু সালেক মাঠ থেকে তাদের গরু নিয়ে বাড়িতে আসার পথে লস্কর আলীর লোকজন অতর্কিত হামলা করে তাকে পিটিয়ে হত্যা করে।
এই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন থেকে মামলা মোকদ্দমাও চলছে। এ ঘটনার পর পরই স্থানীয় এলাকাবাসী হত্যাকাণ্ডের বিচার দাবি করে বিক্ষোভ করেছে।
শুভ্র মেহেদী/এফএ/জেআইএম