জুনে খানজাহান আলী বিমানবন্দরের নির্মাণ কাজ শুরু


প্রকাশিত: ১০:৪১ এএম, ১৯ মে ২০১৫

আগামী জুন মাসে বাগেরহাটে খানজাহান আলী বিমানবন্দরের নিমার্ণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

তিনি বলেন, পরিপূর্ণ একটি বিমানবন্দর এখানে নির্মাণ করা হবে। আর এ বিমানবন্দর নির্মাণ করতে সরকার ইতিমধ্যে ৫৪৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বিমানবন্দরকে কেন্দ্র করে এ এলাকার অর্থনীতি চাঙ্গা হবে। দক্ষিণাঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হবে। আর তা হলে এই এলাকার মানুষই বেশি উপকৃত হবে। এই এলাকায় পর্যটকদের জন্য একটি পাঁচ তারকা হোটেল নির্মাণ করা হবে। এই সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। উন্নয়নের ধারাবাহিকতায় এই রুপকল্প হাতে নেওয়া হয়েছে। এই বিমানবন্দর চালু হলে এখানে নতুন নতুন শিল্পকারখানা গড়ে উঠবে।

মঙ্গলবার দুপুরে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লায় বিমানবন্দর এলাকা পরিদর্শন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এই বিমানবন্দরটির নির্মাণ কাজ শেষ হলে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, হযরত খানজাহান আলীর মাজার ও ষাটগুম্বজ মসজিদ এলাকার পর্যটন শিল্পের দ্রুত বিকাশ ঘটবে। এছাড়া সমুদ্রবন্দর মংলা আরো গতিশীলতার পাশাপাশি পিছিয়ে পড়া দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে এই বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাগেরহাট জেলা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, স্থানীয় সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল সানাউল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুল আফরোজ প্রমুখ।

শওকত আলী বাবু/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।