পিরোজপুরে পিআইবি`র প্রশিক্ষণ কর্মশালা


প্রকাশিত: ১২:০০ পিএম, ১৯ মে ২০১৫

সাংবাদিকদের জন্য দু`দিনব্যাপী দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন-অভিযোজন শীর্ষক এক প্রশিক্ষণ পিরোজপুরে শেষ হয়েছে। পিরোজপুর প্রেসক্লাবের সহযোগিতায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এ প্রশিক্ষণের আয়োজন করে।

পিরোজপুর সার্কিট হাউস মিলনায়তনে সোম-মঙ্গলবার দু`দিনব্যাপী প্রশিক্ষণে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত রিপোর্টিং, জলবায়ু পরিবর্তন-অভিযোজন বিষয়ক রিপোর্ট বিশ্লেষণ বিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পাণ্ডে ও বাংলাভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ। প্রশিক্ষণ সমন্বয়কারী হিসেবে এসময় উপস্থিত ছিলেন পি আই বি`র সহকারী প্রশিক্ষক তানিয়া পারভীন।

পি আই বি আয়োজিত দু`দিনের এ প্রশিক্ষণে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩৫ জন সংবাদকর্মী অংশ নেন।  দু`দিনের প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পিরোজপুরের জেলা প্রশাসক এ.কে.এম শামিমুল হক ছিদ্দিকী উপস্থিত থেকে প্রশিক্ষণার্থী সাংবাদিকদের মাঝে সনদ প্রদান করেন।

হাসান মামুন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।