কারাগারে যুবদল নেতার মৃত্যু


প্রকাশিত: ০৫:৫৪ এএম, ০১ জুলাই ২০১৭

লক্ষ্মীপুর জেলা কারাগারে মো. ফেরদৌস (২৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন যুবদলের সহসাংগঠনিক সম্পাদক।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় তার মৃত্যু হয়।

এরআগে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তি করে। ফেরদৌস কমলনগরের হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালীয়া গ্রামের হোসেন আহাম্মদের ছেলে।

৫ জানুয়ারি নির্বাচনের দিন ভোটকেন্দ্রে হামলা-ভাঙচুরের অভিযোগে তার বিরুদ্ধে কমলনগর থানায় মামলা হয়। ওই মামলায় তিনি কারাগারে ছিলেন।

লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার মো. শরিফুল ইসলাম বলেন, রাতে হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত ফেরদৌসকে সদর হাসাপাতালে পাঠানো হয়ে। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ফেরদৌস একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। গত ১৭ জুন পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায়।

কাজল কায়েস/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।