তালাবদ্ধ ঘর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১২:২৬ পিএম, ০১ জুলাই ২০১৭

বাগেরহাটের মোল্লাহাটে তালাবদ্ধ ঘর থেকে রাশেদা খানম (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত রাশেদা খানমের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামে। তার বাবার নাম শামসু শেখ। গত ২৭ জুন থেকে নিখোঁজ ছিলেন তিনি।

ময়নাতদন্তের জন্য রাশেদার মরদেহ দুপুরে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রাজবাড়ি জেলার ধুমছি গ্রামের সোহেল আহম্মেদের সঙ্গে চার বছর আগে তার বিবাহ বিচ্ছেদ হয়।

মোল্লাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম খায়রুল আনাম বলেন, গাড়ফা গ্রামের খন্দকার রেজাউল ইসলামের বাড়ির ভাড়া দেয়া একটি ঘরের তালাবদ্ধ কক্ষ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তালা ভেঙে ঘরের ভেতরে কাঁথা মোড়ানো অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে। নিহতের বড় ছেলে রাসেল তার পরিচয় শনাক্ত করে। প্রাথমিকভাবে এটাকে হত্যা বলে মনে হচ্ছে।

ওসি বলেন, রাশেদা খানম ফেরি করে শাড়ি-কাপড় বিক্রি করতেন। মোল্লাহাটের গাড়ফা গ্রামের ওই ঘরটি ছাড়াও পাশের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে তার আরেকটি ভাড়া বাসা আছে। দুই ছেলেকে নিয়ে বাঁশবাড়িয়া গ্রামের ওই বাড়িতে থাকতেন তিনি।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি আরও বলেন, ঈদের পরদিন বিকেলে বাজারে যাবার কথা বলে টুঙ্গিপাড়ার বাঁশবাড়িয়া গ্রামের ভাড়া বাড়ি থেকে বের হন রাশেদা। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

শওকত আলী বাবু/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।