রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১:১০ পিএম, ০১ জুলাই ২০১৭
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাহেব আলী (৩৮) নামে এক বেকারি শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার সকালে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের কাউলিডাঙ্গা কামার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তিন সিএনজি যাত্রী আহত হয়। নিহত সাহেব আলী উপজেলার পূর্ববিঘা গ্রামের আলতাফ আলীর ছেলে।

থানা পুলিশ জানায়, রামগঞ্জ থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা মাইক্রোবাস ও হাজীগঞ্জ থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একজন নিহত ও তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

কাজল কায়েস/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।