প্রকৌশলী আল-আমিন হত্যার বিচার দাবি
জামালপুরে প্রকৌশলী আল-আমিন হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
রোববার দুপুরে সদর উপজেলার বিনন্দেরপাড়া বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত আল-আমিনের পরিবারসহ কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মনজু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল জাফু, জামালপুর কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের জ্যেষ্ঠ প্রশিক্ষক শরিফ আহাম্মেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা আল-আমিনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি করেন। মানববন্ধনে এলাকাবাসী ছাড়াও জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। এর আগে বিক্ষোভকারীরা জামালপুর টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল করে।
উল্লেখ্য, গত ২৪ জুন কেন্দুয়া ইউনিয়নের পূর্ব বিনন্দেরপাড়ায় বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে যান। সেখানে ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। আল-আমিন সেখান থেকে বিচতিয়াপাড়ায় তার বাড়ি ফিরছিলেন। পথে মাফিকুল ইসলাম সুজন তার সহযোগীদের নিয়ে আল-আমিনকে ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প দিয়ে বেধড়ক পিটিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের বাবা মজিবর রহমান বাদী হয়ে মাফিকুল ইসলাম সুজন, মনিরুজ্জামান মনি, মো. ইসরাফিল, মো. ফরিদ ও মো. এরশাদকে আসামি করে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন।
শুভ্র মেহেদী/এএম/আরআইপি