সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবি পৌর কর্মচারীদের
সরকারি কোষাগার থেকে বেতন-ভাতাসহ পেনশনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জয়পুরহাট পৌর কর্মকর্তা-কর্মচারীরা।
এ উপলক্ষে সোমবার দুপুরে জয়পুরহাট পৌরসভার সামনের রাস্তায় প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন জয়পুরহাট পৌরসভার শতাধিক কর্মকর্তা-কর্মচারী।
মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন, জয়পুরহাট পৌরসভার প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, হিসাবরক্ষক কর্মকর্তা জুলফিকার আলী, লাইসেন্স পরিদর্শক আব্দুল করিম, পানি শাখার হিসাবরক্ষক গোলাম রব্বানী, স্টোর কিপার রফিকুল ইসলাম, অফিস সহকারী নাসিমা আক্তার, করনিক জুলফিকার আলী ভুট্টো প্রমুখ।
বক্তারা বলেন, পৌর কর্মকর্তা-কর্মচারীরা সরকারি বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত হয়ে বেতন-ভাতা লাভ করছেন। এতে অনেক সময় তাদের বেতন বকেয়াও থাকে। ফলে পরিবার-পরিজন নিয়ে তাদের মানবেতর জীবনযাপন করতে হয়। তাই রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌর কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতাসহ পেনশন লাভের জন্য বক্তারা সরকারের কাছে দাবি জানান।
রাশেদুজ্জামান/এএম/এসআর