মেজর জিয়া গুরুতর অসুস্থ, স্কয়ার হাসপাতালে ভর্তি


প্রকাশিত: ১২:০৭ পিএম, ০৩ জুলাই ২০১৭

মহান মুক্তিযুদ্ধে ৯ম সেক্টরের সাব সেক্টর কমান্ডার ও দুবলা ফিসারমেন গ্রুপের চেয়ারম্যান পিরোজপুরের সন্তান মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ গুরুতর অসুস্থ।

তিনদিন ধরে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার দুটি কিডনি অচল হয়ে পড়েছে এবং লিভারের অবস্থা খারাপ বলে চিকিৎসরা জানিয়েছেন।

মেজর জিয়ার স্ত্রী জানিয়েছেন, বর্তমানে মেজর জিয়ার স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। তাকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সবার কাছে মহান মুক্তিযুদ্ধে এই অকুতোভয় সেনানায়কের জন্য দোয়া কামনা করা হয়েছে।

হাসান মামুন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।