জিয়ানগরে জাল নোটসহ আটক দুই


প্রকাশিত: ১১:৫০ এএম, ২০ মে ২০১৫

পিরোজপুরের জিয়ানগরে লক্ষাধিক টাকার জাল নোটসহ যুবলীগ নেতাসহ দুই জনকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ উপজেলার বালিপাড়া বাজার সংলগ্ন মৃধা বাড়ির সামনে থেকে বাবু (৩৫) ও জাহিদুল ইসলাম (২৭) নামে দুই যুবককে আটক করে।

র‍্যাবের হাতে আটক বাবু বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নাসির উদ্দিন সেপাইর ভগ্নিপতি ও ২নং ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক এবং জাহিদুল ইসলাম যুবলীগের একজন কর্মি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী থানার ওসি একে এম নিজামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাল নোটের খবর পেয়ে ‌র‍্যাব-৮’র একটি টিম ওয়ার্ড যুবলীগ নেতা বাবুকে ধরতে মঙ্গলবার তার বাড়ির আশপাশে ওতপেতে থাকে। সন্ধ্যায় পিরোজপুর-সন্যাসী সড়কের মৃধা বাড়ির সামনে ঘোরাফেরা করতে দেখে র‍্যাব সদস্যরা তাদের আটক করে । এসময় তার কাছ থেকে ১ হাজার টাকার ১০২টি জাল নোট উদ্ধার করা হয়।

এদিকে বাবুকে কারা যেন মারধর করছে এই খবর শুনে জাহিদুল নামে স্থানীয় এক যুবক ঘটনাস্থলে দৌড়ে আসলে তাকেও সন্দেহ জনক ভাবে আটক করে র‍্যাব।

তবে আটক হওয়া জাহিদুলের বিরুদ্ধে নির্দিষ্ট কোন অভিযোগ পাওয়া না গেলেও বাবুর বিরুদ্ধে জুয়া, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ও জাল টাকার ব্যাবসা সহ এলাকায় একাধিক অভিযোগ রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

হাসান মামুন/এসকেডি/আরআইপি



পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।