নিহত গরু ব্যবসায়ীয় লাশ ফেরত দেয়নি বিএসএফ
জামালপুরে ভারতীয় সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি গরু ব্যবসায়ী সাইফুল ইসলামের লাশ এখনও ফেরত দেয়নি বিএসএফ। এদিকে লাশ ফিরিয়ে আনতে মঙ্গলবার সকালে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়েছে।
নিহত সাইফুল ইসলাম দেওয়ানগঞ্জের ডাংধরা ইউনিয়নের মাখনেরচর গ্রামের ইন্তাজ আলীর ছেলে।
গত রোববার ভোরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কালাইয়েরচর বল্লমগিরি সীমান্ত এলাকায় বিএসএফ`র গুলিতে ডাংধরা ইউনিয়নের মাখনের চর গ্রামের আব্দুল হাই নামে একজন গরু ব্যবসায়ী আহত ও সাইফুল ইসলাম নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়।
আহত আব্দুল হাইকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে নিহত সাইফুলের লাশ বিএসএফ নিয়ে গেলেও এখনও ফেরত দেয়নি।
মঙ্গলবার কালাইয়ের চর সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানি পর্যায়ে এক পতাকা বৈঠকে বিএসএফ বিজিবিকে জানিয়েছে তাদের হাতে এক বাংলাদেশির লাশ রয়েছে। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য তুরা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পোস্ট মর্টেম সম্পন্ন হলে লাশ ফেরত দেয়া হবে। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বগারচর বিজিবি কোম্পানির সুবেদার রফিক এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন কালাইয়েরচর বিএসএফ কোম্পানির ইন্সপেক্টর পান্ডে ওয়াইজ।
এ ব্যাপারে জামালপুরের ৩৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. আতিকুর রহমান জানিয়েছেন, ঘটনাটি ভারতীয় সীমান্তের ভেতরে ঘটেছে। লাশ ফিরিয়ে আনতে পতাকা বৈঠক করা হয়েছে।
শুভ্র মেহেদী/এমএএস/এমএস