বান্দরবানে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু
বান্দরবানের লামা উপজেলায় গাছ থেকে পড়ে মোহাম্মদ রফিক (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আজিজনগর ইউনিয়নের তেলুনিয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, আজ দুপুরে জাম পাড়ার জন্য রফিক গাছে ওঠেন। এ সময় তিনি পা পিঁছলে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে একটি স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সৈকত দাশ/এআরএ/আরআইপি