ঝালকাঠিতে সাংবাদিকের ওপর মেয়রপুত্রের হামলা


প্রকাশিত: ০২:৩৯ এএম, ০৫ জুলাই ২০১৭
আহত সাংবাদিক মানিক আচার্য

আইনজীবী এবং এশিয়ান টিভির ঝালকাঠি প্রতিনিধি মানিক আচার্যকে মারধর করেছেন তার মোয়াক্কেল পৌর মেয়রপুত্র আমিনুল ইসলাম লিটন তালুকদার। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর চৌ-মাথায় মৌ ফ্যাশনের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে আইনজীবী ও সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। আহত মানিক আচার্যকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানিক আচার্য কুমারপট্টি থেকে আইনজীবী সমিতির চেম্বারে যাচ্ছিলেন। মৌ ফ্যাশনের সামনে আসলে হঠাৎ ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদারের বড় ছেলে আমিনুল ইসলাম লিটন তালুকদার তার গায়ে মোটরসাইকেল উঠিয়ে দেয়। এতে মানিক আচার্য রাস্তার পাশে পড়ে যান। মোটরসাইকেল থেকে নেমে লিটন তালুকদার চর-থাপ্পড় মারেন মানিক আচার্যকে। তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে মানিক আচার্যের ওপর হামলার প্রতিবাদে ক্ষোভের সৃষ্টি হয়েছে সাংবাদিক ও আইনজীবীদের মাঝে। এ ঘটনায় মেয়রপুত্র লিটন তালুকদারকে গ্রেফতারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। এ ঘটনায় আইনজীবী মানিক আচার্যের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারকে ফাঁকা গুলি করে ভয় দেখিয়ে একটি অবৈধ অস্ত্রসহ ঝালকাঠি পুলিশের হাতে গ্রেফতার হন তার বড় ছেলে শহর আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম লিটন তালুকদার। লিটনের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মানিক আচার্য। গত ৫ এপ্রিল ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পান লিটন তালুকদার।

ইতোমধ্যে পুলিশ লিটন তালুকদারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। আগামী ১৩ জুলাই আদালতে এ অস্ত্র মামলার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য রয়েছে। এ মামলা নিয়ে মানিক আচার্যের সঙ্গে লিটন তালুকদারের সম্পর্কের অবনতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মানিক আচার্যকে মারধর করেন লিটন তালুকদার।

এ ব্যাপারে হামলাকারী লিটন তালুকদারের বাবা পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার বলেন, আমি ঢাকায় আছি। বুধবার সকালে ঝালকাঠি আসবো। মানিক আচার্য ঝালকাঠি পৌরসভার একজন আইন উপদেষ্টা। তার ওপর আমার ছেলে কেন হামলা করেছে, তা খতিয়ে দেখবো এবং উপযুক্ত বিচার করবো।

আতিকুর রহমান/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।