বগুড়ায় জবাই করা মরদেহ উদ্ধার
বগুড়ায় অজ্ঞাত এক ব্যক্তির জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মন্ডলধরন এলাকায় জোড়গাছা-নারুয়ামালা সড়কের পাশের একটি ক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায় নি।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে। প্রথমে তার ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে তাকে জবাই করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধারের পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
লিমন বাসার/এসএস/পিআর