দামুড়হুদা সীমান্ত থেকে মূর্তি ও ফেনসিডিল উদ্ধার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর ও ঈশ্বরচন্দ্রপুর এলাকা থেকে দু’টি পিতলের মূর্তি ও ৫০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত মূর্তি দু’টির আনুমানিক মূল্য প্রায় অর্ধ কোটি টাকা।
বিজিবি জানায়, বুধবার দিবাগত রাত ১০ টার দিকে চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম মনিরুজ্জামানের নির্দেশে নিমতলা বিজিবি ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে জয়নগর সীমান্তের একটি ঝোপে ওৎ পেতে থাকে। এসময় ভারত থেকে ২ জন বাংলাদেশে প্রবেশের সময় চ্যালেঞ্জ করলে তারা দু’টি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশি করে দু’টি পিতলের মূর্তি উদ্ধার করে।
এদিকে, বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে উথলী বিজিবি বিশেষ ক্যাম্পের কমান্ডার নাজমুল হক সঙ্গীয় ফোর্সসহ সীমান্তবর্তী ঈশ্বরচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মূর্তির আনুমানিক মূল্য প্রায় অর্ধ কোটি টাকা।
সালাউদ্দীন কাজল/এসএস/পিআর