সুন্দরগঞ্জে সরকারি বই বিক্রির সময় জব্দ


প্রকাশিত: ০২:৫৫ পিএম, ০৫ জুলাই ২০১৭

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শিবরাম আলহাজ মোহাম্মদ হোসেন স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের সরকারি বই বিক্রির সময় জব্দ করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সোনারায় ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথ গ্রামে এ বই বিক্রির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবরাম আলহাজ মোহাম্মদ হোসেন স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের ২০১৭ শিক্ষাবর্ষের ও পুরনো বিভিন্ন শ্রেণির বই-খাতা বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বিক্রি করার জন্য লাইব্রেরি থেকে বের করা হয়। এ সময় স্থানীয় জনতা বইগুলো আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে বইগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে জানতে বুধবার রাত সোয়া ৮টায় শিবরাম আলহাজ মোহাম্মদ হোসেন স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আনোয়ার হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন মন্ডল মুঠোফোনে বলেন, বই বিক্রি করার এখতিয়ার স্কুল কর্তৃপক্ষের নেই। লাইব্রেরিতে জায়গার সংকুলান না হলে উপজেলায় কমিটি রয়েছে তাদেরকে জানাতে হবে। তখন কমিটির সিদ্ধান্ত নিয়ে বই নিলামে বিক্রি করা যাবে। জব্দ করা বইগুলোর মধ্যে পুরনো খাতা এবং বেশ কিছু নতুন ও পুরনো বই পাওয়া গেছে।

সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিয়ার রহমান বলেন, বিক্রির সময় শিবরাম আলহাজ মোহাম্মদ হোসেন স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন শ্রেণির বই জব্দ করা হয়। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

রওশন আলম পাপুল/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।