বান্দরবানে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
পরিবহন শ্রমিকের উপর হামলা এবং গাড়ি ভাংচুরের ঘটনায় রোববার (২৪মে) থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বান্দরবান পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। বৃহস্পতিবার সকালে বান্দরবান প্রেসক্লাব মিলানায়তনে এক সাংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন সংগঠনটির নেতা-কর্মীরা ।
এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জিপ কার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো . ইলিয়াস, বান্দরবান ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মুসা, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ঝুন্টু দাশসহ আরো অনেকে । এসময় লিখিত বক্তব্য পাঠ করেন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ঝুন্টু দাশ।
মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ঝুন্টু দাশ জানান, পরিবহন শ্রমিকের উপর হামলা এবং গাড়ি ভাংচুরের ঘটনায় বান্দরবানে ৪ টি (বান্দরবান-রোয়াংছড়ি, বান্দরবান-থানচি, বান্দরবান-রুমা, বান্দরবান-বাঙালহালিয়া) সড়কে আগামী রোববার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) রোয়াংছড়ি উপজেলায় সেনাসদস্য কর্তৃক পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) নেতা প্রীতি ভূষণ তঞ্চঙ্গ্যাকে গুলিবিদ্ধের ঘটনায় দুর্বৃত্তরা পরিবহন শ্রমিকের উপর হামলা চালায় এবং গাড়ি ভাংচুর করে।
সৈকত দাশ/এসএস/পিআর